জীবননগর হাসাদাহে শিশুসন্তানচুরিকালে চোর গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: ভাড়াটিয়া লোক দিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীর নিকট থেকে সন্তান চুরি করে পলায়নকালে আশাদুল ইসলাম (৪৫) নামক এক চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেইসাথে উদ্ধার করা হয়েছে আড়াই বছরের হাসিবা আক্তারকে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানাসূত্রে জানা যায়, উপজেলার হাসাদাহের ফুলজার মালিতার মেয়ে খাদিজা খাতুনের ৬ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে হারুন-অর-রশিদের সাথে। বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রী খাদিজার ওপর নির্যাতন করতে থাকায় পিতা ফুলজার জামাইকে ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করেন। পরবর্তীতে আবার দেড় লাখ টাকা যৌতুক করে। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তার ওপর অমানুষিক নির্যাতন নেমে আসে। এ অবস্থায় খাদিজা আদালতের মাধ্যমে স্বামীকে তালাক প্রদান করে। আদালতের নির্দেশে সে তার শিশুকন্যা হাসিবাকে নিজের কাছে রাখাকালে পিতা হারুন ভাড়াটিয়া লোক দিয়ে হাসিবাকে চুরি করার চেষ্টা করে। আটক ভাড়াটিয়া আশাদুল ইসলাম রাখালভোগা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত হাসিবাকে তার মার কাছে ফেরত দেয়া হয়েছে। আশাদুলের বিরুদ্ধে থানায় মামলা রুজুসহ গতকাল রোবাবর তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।