জীবননগর স্বাস্থ্যকমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালককে মারপিট : প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক দানেসকে (২৮) গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে। অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করা কথা বললে মুমূর্ষু এক রোগীর আত্মীয়স্বজন তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। আহত দানেসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা ঘণ্টাব্যাপি কর্মবিরতি পালন করেন। পরে উপজেলা চেয়ারম্যন আবু মো. আব্দুল লতিফ অমলের মধ্যস্থতায় হামলাকারীরা প্রকাশ্যে ক্ষমা প্রাথর্না করে ও মুচলেকা দিলে চিকিৎসকরা কাজে যোগ দেন।

অ্যাম্বুলেন্সচালক আহত দানেস জানান, জীবননগর উপজেলা শহরের হাইস্কুলপাড়ার নূর ইসলামের ছেলে আলী মোর্তূজা টিক্কা তার এক রোগীকে যশোর সদর হাসপাতালে নেয়ার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ভাড়া করেন। এ সময় অ্যাম্বুলেন্সচালক দানেস নিয়মানুযায়ী রোগীর লোকজনের কাছে অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ১৩শ টাকা পরিশোধ করতে বললে আলী মোর্তূজা টিক্কাসহ তার সহযোগীরা অ্যাম্বুলেন্সচালক দানেসকে বেধড়ক পিটিয়ে জখম করেন। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি যায়। এ সময় হামলাকারী সেখানে উপস্থিত হয়ে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলে উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটে।