জীবননগর সীমান্তে দু ভারতীয় মহিলা আটক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দু ভারতীয় মহিলাকে আটক করে বিজিবি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাদেরকে বিএসএফ’র কাছে ফেরত দেয়।

বিজিবি সূত্র জানায়, জীবননগর উপজেলার রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গত রোববার দুপুরে রাজাপুর সীমান্তের ৭১নং মেনের ৫নং সাব পিলারের কাছে টহল দিচ্ছিলেন। এ সময় ভারতের ২৪ পরগুনা জেলার হাবড়া থানার চন্দ্রা গ্রামের মৃত দীনবন্ধু কর্মকারের স্ত্রী সুমিত্রা কর্মকার (৫১) ও মৃত অমল বকশির স্ত্রী জোসনা বকশিকে (৪৫) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক করেন। পরে সীমান্তের ৭৬ নম্বর মেন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে আটককৃত দু ভারতীয় মহিলাকে বিএসএফ’র কাছে ফেরত দিয়েছে বিজিবি। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম এবং বিএসএফ’র পক্ষে কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিবি বিশ্বাস।