জীবননগর সন্তোষপুরে অ্যাম্বুলেন্স ধাওয়া করে ফেনসিডিল উদ্ধার : ড্রাইভার আটক

জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের সন্তোষপুর ফিলিং স্টেশনের নিকট ধাওয়া করে একটি অ্যাম্বুলেন্স থেকে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আটক করা গেলেও পালিয়ে গেছে ফেনসিডিল ব্যবসায়ী। গতকাল শনিবার জীবননগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

জীবননগর থানার ডিউটি অফিসার এএসআই খায়রুল ইসলাম জানান, গতকাল সকাল ৭টার দিকে সন্তোষপুর ফিলিং স্টেশনের নিকট ঢাকা মেট্রো ছ-৭১-০২৩৪ নম্বরের একটি অ্যাম্বুলেন্সে ফেনসিডিল ভর্তি করা হচ্ছিলো। গোপন খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের নির্দেশে এসআই আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাওয়া করে। এ সময় অ্যাম্বুলেন্স থামিয়ে ফেনসিডিলের মূল মালিক পালিয়ে যায়। পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করে তল্লাশি চালিয়ে ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার ঢাকা যাত্রাবাড়ির পশ্চিম মোমিনবাগের কাগপাড়া আড়াবাড়ির বটতলার শাহাদৎ হোসেনের ছেলে বর্তমানে ঢাকা ধানমন্ডির ১৫ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে বসবাসরত মোহাম্মদ হানিফ (২৩) ওরফে রবিনকে গ্রেফতার করেন।