জীবননগর শ্রীরামপুরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ করায় প্রতিবন্ধী পিতাকে হুমকি-ধামকি

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শ্রীরামপুর গ্রামের অসায় ও দরিদ্র এক প্রতিবন্ধীর মেয়ে জীবননগর আদর্শ মহিলা কলেজের একাদশ বর্ষের ছাত্রী। কলেজে আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন একই গ্রামের বখাটে ২ সন্তানের জনক সাজেদুর রহমান। বখাটে সাজেদুরের বিরুদ্ধে ওই কলেজছাত্রী জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের দফতরে ইভটিজিঙের অভিযোগ করায় তার প্রতিবন্ধী পিতাকে এ অভিযোগ তুলে নিতে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। গত কয়েক দিন আগে ছাত্রীর পিতাকে জোরপূর্বক বাড়িতে ধরে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। বিবাদী পক্ষ একের পর এক হুমকি-ধামকি দেয়ায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।
কলেজ ছাত্রীর পিতা গতকাল সোমবার অভিযোগ করে বলেন, শ্রীরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাজেদুর রহমান ২ সন্তানের জনক। তার মেয়ে জীবননগর মহিলা কলেজে আসা-যাওয়ার পথে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে হাবিবুর। তাকে নিষেধ করায় আরও ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে হরহামেশা উত্ত্যক্ত করা হচ্ছে। এ অবস্থায় প্রতিকার চেয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের দফতরে একটি অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ করার পর হাবিবুর ও তার পরিবারের লোকজন সম্প্রতি তাকে রাস্তা থেকে বাড়িতে ধরে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় মামলা তুলে নিতে তাকে হুমকি-ধামকি দেয়া হয়। প্রতিবন্ধী হলেও তার প্রতি কোনো সহানুভূতি দেখায়নি বখাটের পরিবার। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও’র দফতরে হাজির হওয়ার দিন যতো এগিয়ে আসছে ততো সাজেদুর ও তার পরিবারের লোকজন বেপরোয়া হয়ে তাকে এ অভিযোগ তুলে নিয়ে চাপ দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।