জীবননগর ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত মাদকব্যবসায়ী নাসির উদ্দীনকে (৪০) ২ বছর ও আবুল কাসেমকে (৬০) ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জীবননগর থানা পুলিশ এ দু মাদকব্যবসায়ী আটক করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক এ আদেশ দেন।
আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি আন্দুলবাড়িয়া অভিযান চালান। এ সময় হারদী গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে মাদকব্যবসায়ী নাসির উদ্দীনকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করেন। অপরদিকে জীবননগর থানা পুলিশ লক্ষ্মীপুর গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে আবুল কাসেমকে ১শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। গতকাল আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নূরুল হাফিজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাসির উদ্দীনকে দু বছর সশ্রম ও আবুল কাসেমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের আদেশ দেন।