জীবননগর বিজিবির মাগুরায় অভিযান : কোটি টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক

 

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডারের নেতৃত্বে জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে মাগুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ আটক করতে সক্ষম হয়েছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থেকে প্রায় ৯০ লাখ টাকা মূল্যমানের ৪ লাখ ৪৮ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। গতবৃহস্পতিবার রাত ৩টার দিকে মাগুরার আড়পাড়া থেকে বিপুল সংখ্যক এ ওষুধ আটক করে বিজিবি।

জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরায় আড়পাড়ায় ওত পেতে বসে থাকেন। রাত ৩টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান সেখানে পৌঁছুলে বিজিবি টহল দল সেটি থামিয়ে তল্লাশি করে। এসময় তারা কাভার্ডভ্যান থেকে ৮৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ লাখ ৪৮ হাজার পিস ভারতীয় পেরাটিন ও ডেসওয়ান ট্যাবলেট জব্দ করেন।