জীবননগর নতুনপাড়া সীমান্তেদেড় কোটি টাকা মূল্যের ৩ কেজি স্বর্ণের বারসহ ফরুক আটক

 

জীবননগর ব্যুরো: জীবননগর নতুনপাড়া সীমান্তে দেড় কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বারসহ ফারুক হোসেন নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নতুনপাড়া সীমান্তে। আটক ফারুক জীবননগর লক্ষ্মীপুরের বাসিন্দা হলেও সে নতুনপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করে।

স্থানীয়রা জানায়, উপজেলার নতুনপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ফারুক হোসেন (৩০), সদরপাড়া গ্রামের বিশারত আলীর ছেলে বাবলু (৩৪) ও সাবলু (৩২) এবং কাজী কাঠিয়ার রহমানের ছেলে সাবু (৪০) গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে নতুন পাড়া সীমান্তের ৬৬ নম্বর মেন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের বানপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও ফারুক হোসেনকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বারসহ আটক করেন।

খবর পেয়ে রাতেই গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মহাসিন আলী ফারুককে ফেরত চেয়ে ভারতের বানপুর ক্যাম্পের বিএসএফ’র কাছে চিঠি দেয়। এর প্রেক্ষিতে গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে নতুনপাড়া সীমান্তের ৬৬/২ সাব পিলারের কাছে দু দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ফারুককে ফেরত দেয়নি বিএসএফ। বৈঠকে বিএসএফ জানায়, ফারুককে ভারতের কৃষ্ণনগর থানায় সোপর্দ করা হয়েছে। এখন তাকে আইনি প্রক্রিয়ায় ছাড়া পেতে হবে। তবে গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মহসিন আলী জানান, ফারুক একজন গরুব্যবসায়ী। সে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে আটক হয়েছে।