জীবননগর থানা মোড়ে সেলুনের দোকান ভাঙচুর ও রাইচমিলে ককটেল নিক্ষেপ

 

জীবননগর ব্যুরো: গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলার থানা মোড়ে খোড়া অজুহাতে একটি সেলুনের দোকান ভাঙচুর করা হয়েছে। ওই দোকানে হুইপ গ্রুপের ছাত্রলীগ নেতারা উঠাবসা করেন এমন অভিযোগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী শেষে ফেরার পথে স্থানীয় সংসদ সদস্য গ্রুপের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও একই স্থানে অবস্থিত মোজাম্মেল হক খোকনের চালের আড়ত সততা ট্রেডার্সের সামনে ২টি ও ইসলামপুরে অবস্থিত আওয়ামী লীগ নেতা খোদা বকসের ছেলে মনিরুজ্জামান বাবলুর ফ্রিয়াম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজের ভেতরে ককটেল ছোড়া হয়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হতে নির্মাণাধীন ফ্যাক্টরির মধ্যে অবস্থিত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ককটেল নিক্ষেপে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ফ্রিয়াম ইলেকট্রনিক্স মালিক মনিরুজ্জামান বাবলু আওয়ামী লীগের হুইপ গ্রুপের নেতা খোদা বকসের ছেলে। এর পূর্বে আওয়ামী লীগের একটি গ্রুপ শহরের বাসস্ট্যান্ডে অবিস্থিত তাদের কেবি মার্কেট বন্ধ করে দেয়। এ ঘটনায় বাবলু বলেন, এলাকার উন্নয়নের জন্য নিজ এলাকায় তিনি একটি ইন্ডাস্ট্রিজ গড়ে তুলছেন। আমি রাজনীতির সাথে সরাসরি জড়িত নই। সেখানে বোমা মেরে হুমকি সৃষ্টি করা অনভিপ্রেত।