জীবননগর-চ্যাংখালী সড়কের চিংড়িখালী ব্রিজের সন্নিকটে সড়কে গাছ ফেলে ডাকাতি

দুটি মোটরসাইকেল মোবাইল ফোন ও টাকা লুট : একটি মোটরসাইকেল উদ্ধার
জীবননগর ব্যুরো: জীবননগর-চ্যাংখালী সড়কের গয়েশপুর চিংড়িখালী ব্রিজের সন্নিকটে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ২টি মোটরসাইকেলসহ মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেছে ডাকাতদল। এর মধ্যে অ্যাপাচি মোটরসাইকেলটি নিয়ে পলায়নকালে গহেরপুরের একটি কলাক্ষেতের কাছে ফেলে যায় ডাকাতদল। গত সোমবার রাত ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতির কবলে পড়া মেদিনীপুরের ইসরাইল হোসেন জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে মুখোশধারী একদল ডাকাত জীবননগর-চ্যাংখালী সড়কের চিংড়িখালী ব্রিজের অদূরে গয়েশপুর তিন মাথা নামকস্থানে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। রাতে যাতায়াতকালে ডাকাতদলের ব্যারিকেডের মধ্যে পড়ে উপজেলার মেদিনীপুর গ্রামের আব্দুল রউফ বিশ্বাসের ছেলে ইসরাইল বিশ্বাস ও ইসলামপুর গ্রামের লালু মিয়ার ছেলে বাদশা। ডাকাতদল তাদেরকে আহত করে কাছে থাকা একটি ১২৫ সিসি ডিসকভারি ও একটি অ্যাপাচি মোটরসাইকেলসহ কাছে থাকা টাকা ও মোবাইলফোন লুট করে। খবর পেয়ে এলাকাবাসী ছুটে এলে ডাকাতদল পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে ডাকাতি হওয়া মোটরসাইকেলের মধ্যে একটি অ্যাপাচি মোটরসাইকেল চুয়াডাঙ্গা সদরের গহেরপুর মাঠের একটি কলাক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে ডাকাতদল দীর্ঘ পথ পাড়ি দেয়ার পর মোটরসাইকেলটি নিয়ে যেতে ব্যর্থ হয়ে ফেলে যায়। এ ব্যাপারে জীবননগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকৃত অপর মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।