জীবননগর গয়েশপুরে ভারতীয় ওষুধ উদ্ধার

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা জীবননগর-চ্যাংখালী সড়ক থেকে ১ লাখ ৬ হাজার ২৫৩ পিস ট্যাবলেট ও ১৮১ পিস ইনজেকশন আটক করে। ভারত থেকে চোরাইপথে এ ওষুধ পাচার করে আনাকালে বিজিবির হাতে ধরা পড়ে। এ সময় ওষুধ চোরাচালানীরা পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার রাত দেড়টার দিকে গয়েশপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম ফোর্স নিয়ে জীবননগর-চ্যাংখালী সড়কের গয়েশপুর পিড় মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২০ লাখ ৯৭ হাজার ১৭০ টাকা মূল্যমানের ১ লাখ ৬ হাজার ২৫৩ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ১৮১ পিস ক্যান্সার প্রতিরোধক কেমো ইনজেকশন উদ্ধার করেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এ ওষুধ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।