জীবননগর উপজেলা যুবলীগের সম্মেলন অবৈধ দাবি করে বিবৃত্তি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যুবলীগের সম্মেলন গতকাল সম্পন্ন হয়েছে। এ সম্মেলনকে অবৈধ বলে দাবি করে জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বাহক মো. শামিম ফেরদৌস ও কাজী শামসুর রহমান চঞ্চল এক বিবৃতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, জীবননগর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে অবৈধ গঠনতন্ত্র বহির্ভূত ও একতরফা মনগড়া কমিটি করায় আমরা জীববননগর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. শামিম ফেরদৌস ও কাজী সামসুর রহমান চঞ্চল জোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘদিন যাবৎ যুবলীগ সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দল বহির্ভূত বিএনপি-জামায়াতের কর্মী সমর্থকদের দলে ভিড়িয়ে কেন্দ্রীয় যুবলীগকে ভুল বুঝিয়ে অদ্যকার ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে। গতকাল এর প্রতিবাদে জীবননগর উপজেলা যুবলীগের কয়েক হাজার নেতা-কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ করে এবং কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে অবহিত করা হয়। এছাড়াও যেখানে জেলা যুবলীগের কমিটি করা হয় নাই সেখানে বর্তমান এম.পি জনাব আলী আজগার টগর পুলিশ প্রোটেকশনে যেনোতেনোভাবে কর্মী শূন্য সম্মেলন করে একটি পকেট কমিটি ঘোষণা করেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর প্রতি আহ্বান জানাচ্ছি। এই অবৈধ সম্মেলনের কমিটি বাতিল করে প্রকৃত যুবলীগের কর্মীদের নিয়ে পুনরায় সম্মেলন করার জোর দাবি জানাচ্ছি।