জীবননগর উপজেলা নির্বাচনে দুজনের প্রার্থিতা বাতিল

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা নির্বাচনে জমাকৃত মনোয়নপত্র গতকাল বুধবার বাছাই করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ ও নার্গিস আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জীবননগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বিসিআইসির সারডিলার হওয়ার কারণে বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমানের ও মনোনয়নপত্রে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য বাংক অ্যাকাউন্ট নম্বর না দেয়ায় নার্গিস আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে। বাকি অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান জানান, তিনি নির্বাচন কমিশনে এর বিরুদ্ধে আপিল করবেন। আগামী ৬ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, ৭ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ২৩ মার্চ এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।