জীবননগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিনির সংবাদ সম্মেলন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা নির্বাচনে বিএনপির একাংশ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি তার প্রার্থিতার বিষয়ে পরিষ্কার করতে গতকাল শনিবার জীবননগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করে বলেন, তার প্রতিপক্ষ বিএনপির অপর প্রার্থী হাজি সাইদুর রহমান ধুন্দুর লোকজন তার বিরুদ্ধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অপপ্রচার চালাচ্ছে। যা আদৌও সঠিক না। তিনি নির্বাচনী মাঠে রয়েছেন এবং নির্বাচন করছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ফারহানা আক্তার রিনি আরো বলেন, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচনের প্রতীক বরাদ্দের পরেই আমাদের নেতা জেলা বিএনপির সভাপতি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস গত ৯ মার্চ জীবননগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে আমাকে দলীয় একক প্রার্থী হিসেবে সমর্থন দেন। যা পরের দিন স্থানীয় সকল পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্ত গত ১৩ মার্চ কেন্দ্রীয় ভুয়াপত্রের সূত্র ধরে একটি অশুভ মহল অপপ্রচার করছে যে, আমি এ নির্বাচন থেকে সরে যাচ্ছি। যা সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছুই না। আমি এ মিথ্যা রটনার তীব্র প্রতিবাদ ও প্রতিবাদ জানাচ্ছি এবং এহেন মিথ্যাচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমি সাংবাদিকদের মাধ্যমে উপজেলাবাসীকে স্পষ্টভাবে জানাচ্ছি, আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে দফতর সম্পাদক রুহুল কবির রিজভী আহম্মেদ স্বাক্ষরিত কোনো ফ্যাক্সপত্র ইস্যু করা হয়নি। এটা একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। উপজেলা বিএনপির সভাপতি পৌরমেয়র নোয়াব আলী মিয়ার নেতৃত্বে উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সাধারণ ভোটাররা আমার সাথে আছেন। সংবাদ সম্মেলনকালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি আবুল হোসেন তোয়া, উপজেলা বিএনপির দফতর সম্পাদক আনিসুর রহমান শিপলু ও বিএনপি নেতা পৌর কাউন্সিলর হযরত আলী এবং সামসুজ্জামান হান্নু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।