জীবননগর আন্দুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হোটেলে জরিমানা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই হোটেলে জরিমানা আদায় করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে জীবননগর উপজেলা নিবার্হী কর্মকর্তা নূরুল হাফিজ এ আদালত পরিচালনা করেন।

আদালতসূত্রে জানা গেছে, মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও জননী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালান আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও তা ভোক্তাদের মাঝে বেচাবিক্রি করার অপরাধে তাদের জরিমানা করা হয়। বিশুদ্ধ খাবার আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আমিনুল ইসলাম খানকে আড়াই হাজার টাকা ও শিমুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রেজাউল খানকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া খাবার অনুপযোগী পোড়া তেল জব্দ করে ড্রেনে ঢেলে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের রায়ের আদেশ পেয়ে  অভিযুক্ত ব্যবসায়ীগণ জরিমানার  টাকা তাৎক্ষণিক প্রদান করেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বাজারের অধিকাংশ দোকান মালিক দোকান বন্ধ করে সটকে পড়েন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শাহাপুর ক্যাম্পের আইসি ও সঙ্গীয় ফোর্স।