জীবননগরে মাইক্রোবাস-আলমসাধু সংঘর্ষে নিহত ১ : আহত ১০

 

জীবননগর ব্যুরো: জীবননগরে মাইক্রোবাসের সাথে আলমসাধুর সংঘর্ষে একজন নিহতসহ ১০জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উথলীতে মাইক্রোবাসের ধাক্কায় আলমসাধু আরোহী রোকেয়া বেগম (২৩) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০জন।

                হাসপাতালসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা দামুড়হুদার বৈচিতলা থেকে সুন্নাতে খাতনার অনুষ্ঠান শেষে জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের একটি পরিবার আলমসাধু যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কুষ্টিয়া জেলার পোড়াদহ থেকে আসা একটি বিয়ের মাইক্রোবাস উথলীতে এসে পৌঁছুলে গাড়িটির সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আলমসাধুকে ধাক্কা দিলে আলমসাধু আরোহী খয়েরহুদা গ্রামের ইয়াদুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম (২৩) ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন। আহতরা হলেন- খয়েরহুদা গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফ (৬০), মিলন হোসেনের ছেলে তামিম ইকবাল (২১), শুকুল আলীর ছেলে ইয়াদুল (৩০), মাহবুল আলমের স্ত্রী শিউলি (২২) ও মেয়ে জামিলা (১২), মৃত নেছের আলী মণ্ডলের ছেলে আতিয়ার (৫০), শহিদুল ইসলামের স্ত্রী হাফিজা বেগম (৩০), ছেলে লাল্টু (১০) ও মেয়ে সোনিয়া (১৬), আব্দুস সালামের মেয়ে শান্তা (১৭) এবং কাশিপুর গ্রামের মাইক্রোবাসচালক তানভির। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।