জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ইলিশ পাচারকারীর জেল-জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ভারতে ইলিশ পাচারকারীর জেল-জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জীবননগর ইউএনও নুরুল হাফিজ ভারতে ইলিশ মাছ পাচারের দায়ে পাচারকরী শাওনকে (২২) ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার দৌলৎগঞ্জপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শাওন ভারতে অবৈধভাবে ইলিশ মাছ পাচার করে আসছে। গত বৃহস্পতিবার বিকেলে শাওন ভারতে ইলিশ পাচার করতে গেলে গয়েশপুর বিজিবি তাকে আটক করে। এ সময় তার সঙ্গী একই পাড়ার সমিরের ছেলে কাদের পালিয়ে যায়। আটক শাওনকে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে পলাতক কাদেরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে অপর একটি সূত্র জানিয়েছে সাজাপ্রাপ্ত শাওনকে বিজিবি ১২ বোতল ফেনসিডিলসহ আটক করলেও পরে তাকে ইলিশ পাচারকারী হিসেবে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। অবশ্য বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তি ওই ১২ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের কথা জানিয়েছে। এছাড়াও গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুরা জেলা শহরের রাস্তার ওপর থেকে ৪৫ জোড়া ভারতীয় পায়ের বুট, ১৮৮ পাতা কপালের টিপ, ২৯ পিস চশমা, ২৪২ পিস সিটি গোল্ডের গলার চেন, ৮০টি কানের টপ, ৬টি আলতা এবং ৩ হাজার ৯০৯ প্যাকেট ভারতীয় আগরবাতি উদ্ধার করেন।