জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৭ ফার্মেসির মালিককে জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার অভিযান পরিচালনাকালে ফার্মেসিতে মেয়াদোত্তর্ণ ওষুধ রাখার অপরাধে ও লাইসেন্স নবায়ণ না করায় ৭ ফার্মেসির মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সেলিম রেজা ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ফার্মেসি মালিকদের এ দ- প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, ওষুধ প্রশাসেনর সহযোগিতায় জীবননগর শহরের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। সকালে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রট ইউএনও সেলিম রেজা ড্রাগ সুপারভাইজার সুকর্ণ আহাম্মেদকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে শহরের হাসপাতাল গেটের সামনে অবস্থিত সূচনা মেডিসিন হলের স্বত্বাধিকারী আব্দুস সামাদকে ৫ হাজার টাকা, ফাইভ স্টার মেডিকেল হলের স্বত্বাধিকারী আতিকুজ্জামান মাসুমকে ৩ হাজার টাকা, হাফিজা ফার্মেসির স্বত্বাধিকারী শামসুজ্জামান ডাবলুকে ৫ হাজার টাকা, আজাদ মেডিসিনের স্বত্বাধিকারী হাফিজুল ইসলাম স্বপনকে ১ হাজার টাকা, মোস্তফা ফার্মেসির স্বত্বাধিকারী গোলাম মোস্তাফাকে ৫ হাজার টাকা, কোহিনূর ফার্মেসির স্বত্বাধিকারী কদম রসুলকে ১ হাজার টাকা ও মেরাজ ফার্মেসির স্বত্বাধিকারী আকরাম হোসনে লেলিনকে ২ হাজার টাকা জরিমানা করেন। দ-প্রাপ্ত সকললেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন বলে জানা গেছে।