জীবননগরে পুলিশি স্কোয়াড পারকালে নৈশকোচে দফায় দফায় বোমা হামলা

 

জীবননগর ব্যুরো: ঢাকা ছেড়ে ছেড়ে আসা যাত্রীবাহী ৩টি নৈশকোচ পুলিশ স্কোয়াড দিয়ে দর্শনায় পার করাকালে অজ্ঞাত দুর্বৃত্তের দল ওই নৈশকোচে ওপর দফায় দফায় বোমা হামলা চালিয়েছে। গত রোববার রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের জীবননগর স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এ বোমা হামলা চালায়। কমপক্ষে ৫টি বোমার বিকট শব্দে এলাকাবাসী ঘুম থেকে জেগে ওঠে। এ সময় চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ বোমা হামলায় নৈশকোচ কিংবা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, গতকাল ৫ জানুয়ারি বিএনপির ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ ব্যাপারে জীবননগর থানার ওসি হুমায়ূন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি পুলিশি স্কোয়াডে নৈশকোচ পারাপারের কথা স্বীকার করলেও বোমা হামলার কথা অস্বীকার করেন। উল্লেখ্য, গত বছর হরতাল চলাকালে এ মহাসড়কের সন্তোষপুর ও উথলীতে পিকেটাররা রাতে চলাচলকারী বেশ কয়েকটি নৈশকোচ ভাঙচর করে ও পরে তাতে আগুন ধরিয়ে দেয়। এমন আশঙ্কা থেকে নৈশকোচের ড্রাইভাররা পুলিশি নিরাপত্তা নিয়ে পার হতে গেলে গত রোববার ভোরে এ বোমা হামলার ঘটনা ঘটে।