জীবননগরে জনযুদ্ধের রানানামে গণহারে চাঁদা দাবি

 

 

জীবননগর ব্যুরো: নিষিদ্ধ সংগঠন জনযুদ্ধের নামে জীবননগর উপজেলার ব্যবসায়ীদের কাছে গণহারে চাঁদাবাজি শুরু হয়েছে। গত কিছু দিন ধরে জনযুদ্ধের রানা নামে মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে ইটভাটার মালিক এবং সাধারণ ব্যবসায়ী এমনকি সাংবাদিকদের নিকটও চাঁদা দাবি করে মোবাইল করা হচ্ছে।

বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, জনযুদ্ধের রানা নাম করে ০১৮৬১-১৩০৭৭৮ ও ০১৭৯১-১৮৪৫৩১ নম্বর মোবাইল থেকে ফোন করে বলা হচ্ছে জনযুদ্ধের রানা বলছি। আপনি রিং ব্যাক করেন। জরুরি কথা আছে। এমন কথা শুনে আতঙ্কিত হয়ে ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ রিং ব্যাক করলে তাদেরকে বলা হচ্ছে দলের আহত সদস্যদের চিকিৎসা ও তাদের পরিবারের সদস্যদের জন্য কিছু টাকা প্রয়োজন। বিকাশের মাধ্যমে টাকা দিতে হবে। চাঁদাবাজ এ চক্রের হুমকিতে কেউ কেউ ভয়ে চাঁদা দিচ্ছে। তবে অধিকাংশ জন এ চাঁদাবাজের হুমকিতে চাঁদা দিচ্ছে না বলে জানা গেছে। জনযুদ্ধের রানা নামে গজে ওঠা এ চাঁদাবাজ ইটভাটার মালিক থেকে শুরু করে জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীদের নিকট গণহারে চাঁদা দাবি করায় ব্যবসায়ী মহল আতঙ্কিত হয়ে পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করা হয়েছে।