জীবননগরে এক মেঘেই ১৫ ঘণ্টা বিদ্যুত বিচ্ছিন্ন

জীবননগর ব্যুরো: শনিবার সন্ধ্যার সময় আকাশে মেঘ দেখার পর ১৫ ঘন্টা বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন ছিলো জীবননগর উপজেলায়। এক মেঘেই ১৫ ঘন্টা বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন থাকায় বিষয়টি নিয়ে বিদ্যুত গ্রাহকের ভাবিয়ে তুলেছে। এদিকে একটানা ১৫ ঘন্টা বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন থাকায় গ্রাহকেরা মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে।
মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জীবননগর উপজেলার একাধিক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝড় বৃষ্টিতো দূরের কথা আকাশে কোনোরকম মেঘ দেখা না দিলেই কর্র্তৃপক্ষ বিদ্যুত লাইন বন্ধ করে বসে থাকে। শনিবার সন্ধ্যায় আকাশে মেঘের ঘনঘটার পর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে জীবননগর সাবস্টেশন হতে বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয়া হয়। একটানা ১৫ ঘন্টা তা বন্ধ ছিলো। ফলে বিদ্যুত গ্রহাকেরা ফুঁসে ওঠে। কোনোরকম ঝড় তুফান ছাড়াই গুড়ি গুড়ি বৃষ্টির দোহায় দিয়ে টানা ১৫ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন রাখার হেতু কি তা জানার জন্য একাধিক গ্রাহক সাংবাদিকদের নিকট ফোন করে। কিন্তু সাংবাদিকরা একাধিকবার পল্লী বিদ্যুত অফিসের নম্বরে ফোন দিলেও রিসিভ না করায় প্রকৃত ঘটনা জানা যায়নি।