জীবননগরে একটি পত্রিকার নামে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন দপ্তরে গণহারে চাঁদাদাবি

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ব্যাংক ও সাব-রেজিস্ট্রি অফিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে পত্রিকাটির নামে গণহারে চাঁদাদাবি করা হয়েছে। জনৈক মো. রিপন নামের ব্যক্তি স্বাক্ষরিত পত্রিকার প্যাডে দুর্নীতির খবর প্রকাশ করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জীবননগর উপজেলার কৃষি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাঁদা চেয়ে হুবহু একই রকমের চিঠি পাঠানো হয়। প্রত্যেক দপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, একমাত্র গণমানুষের মুখপাত্র দৈনিক নতুন খবর পত্রিকার সহযোগিতার জন্য ৫০ হাজার টাকা দেবেন। অন্যথায় আপনার সমুদয় দুর্নীতির খবর প্রকাশ করা হবে। চাঁদার চিঠিতে চাঁদাবাজ নিজেকে মো. রিপন, হাসাদাহ ঠিকানা উল্লেখ করেছেন। চাঁদাদাবির চিঠি প্রাপ্তির বিষয়টি জীবননগর কৃষি ও ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাকদ্বয় নিশ্চিত করেছেন। বিভিন্ন দপ্তরে চাঁদা চেয়ে পাঠানো চিঠি নিয়ে কর্মকর্তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।