জীবননগরে ইভটিজার চা দোকানির কারাদণ্ড

জীবননগর ব্যুরো: বিদ্যালয়ে যাতায়াতের পথে নিয়মিত উত্ত্যক্ত করার অভিযোগে জীবননগরে চা দোকানি বখাটে এক তরুণকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।

জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের আবু তালেবের মেয়ে খাদিজা খাতুন (১২) জীবননগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। উপজেলা শহরতলীর গোপালনগর গ্রামের দাউদ মণ্ডলের ছেলে কিরণ হোসেন (৩০) বাজারের চ্যাংখালী সড়কে চায়ের দোকান পরিচালনা করে। বখাটে চা দোকানি কিরণ স্কুলে যাতায়াতের পথে দীর্ঘ প্রায় ৬ মাস ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো। স্কুলছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে বিষয়টি বখাটে চা দোকানির পরিবারকে জানানো হয়। কিন্তু এতে কোনো ফল না পাওয়ায় শেষ পর্যন্ত আবু তালেব থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে কিরণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ বখাটে কিরণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।