জীবননগরে আওয়ামী লীগের কর্মীসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার

 

দলকে শক্তিশালীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করুন

জীবননগর ব্যুরো: জীবননগরে আওয়ামী লীগের কর্মীসভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, শোকের মাস আগস্ট মাস। ৫ আগস্ট চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস। নাটুদহের কবরে শায়িত শহীদ ৮ বীর মুক্তিযোদ্ধাকে এ দিন শ্রদ্ধা জানানো হবে। তিনি নাটুদহের অনুষ্ঠানে সকলকে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, এ জনপদের বহু নেতাকর্মীরা দলে নানাভাবে উপেক্ষিত ও নিগৃহীত। দলে তাদেরকে যথাযথভাবে মূল্যায়িত করা হয় না। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ রয়েছে। প্রধান অতিথি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালীতে পরিণত করুন। দেখবেন সব ক্ষোভ চলে গেছে, দলে আপনারাও মূল্যায়িত হচ্ছেন।

গতকাল শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন মিয়ার সভাপতিত্বে ইসলামী ব্যাংক মার্কেট এলাকায় দলীয় অফিসে অনুষ্ঠিত কর্মীসভায় এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দফতর সম্পাদক আপেল মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কৃষক লীগ নেতা নূর ইসলাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারেজ উদ্দিন, শফি উদ্দিন, জাকির হোসেন, মিজানুর রহমান নেনু, মোমিন উদ্দিন, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মাস্টার, আব্দুর রহমান, আব্দুল খালেক মাস্টার, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন বিশ্বাস, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মীর মকলেছুর রহমান টজো, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রনু মিয়া, আব্দুর রশিদ, উপজেলা যুবলীগ নেতা শামীম ফেরদৌস, জেলা পরিষদ সদস্য শফিকুল আলম নান্নু, কামরুল ইসলাম, অ্যাড. আকিমুল ইসলাম, বাবুল আক্তার, সাহাবুল, মহিবুল, ইনামুল হক, পৌর ছাত্রলীগের নাজমুল হক, ইনা, দীপন, মফিজুল, ছবদুল, প্রজন্মলীগের পলাশ, আমিনুল ও চঞ্চল কুমার দাস। কর্মীসভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গতকাল শুক্রবার ঢাকা থেকে বিমানযোগে যশোরে আসেন। পরে তিনি সড়ক পথে হাসাদাহ এসে পৌঁছুলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে জীবননগরে নিয়ে যান। এখান থেকে সড়ক পথে চুয়াডাঙ্গা যাওয়ার পথে জীবননগরে তিনি কর্মীসভায় বক্তব্য রাখেন।