জীবননগরে অজ্ঞানপার্টির খপ্পরে জুয়েলারি ব্যবসায়ী

জীবননগর ব্যুরো: জীবননগর গাজী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ফারুক আহম্মেদ (৩৫) চুয়াডাঙ্গা থেকে আসার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। জীবননগর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে অচেতন অবস্থায় পড়ে থাকাকালে পরিচিতরা তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের যাত্রীবাহী বাসের ভেতর এ ঘটনা ঘটে।

জানা যায়, জীবননগর শহরের মকছুদ সুপার মার্কেটের জুলেয়ার্স ব্যবসায়ী ফারুক আহাম্মেদ (৩৫) গাজী জুয়েলার্স দোকানে দীর্ঘদিন ধরে সোনার গয়না তৈরি ও বিক্রি করে আসছেন। দোকানের কাজে সে চুয়াডাঙ্গা থেকে বাসযোগে জীবননগরের পথে রওনা হয়। পথিমধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে অচেতন করে কাছে থাকা এক জোড়া সোনার বালা, একটি চেন ও দুটি আংটি প্যান্টের পকেট কেটে হাতিয়ে নিয়ে সটকে পড়ে। দীর্ঘ সময় বাসে অচেতন অবস্থায় জীবননগর পৌঁছুলে তার পূর্ব পরিচিতরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকলেও এ খবর লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।