জীবননগরের উথলী ইউপিকে তিন ভাগে বিভক্তকরণের পর দুটিতে প্রশাসক নিয়োগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদকে তিন ভাগে বিভক্ত করার পর নবগঠিত দুটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বুধবার কেডিকে ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকতা মো. মোতাহার হোসেনকে এবং মনোহরপুর ইউনিয়ন পরিষদে উপজেলা পল্লি জিবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. শামনুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসক নিয়োগ দেয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ নিশ্চিত করেছেন। এছাড়া উথলী ইউনিয়ন পরিষদে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হান্নান দায়িত্ব পালন করবেন। ২০০৩ সালে উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আজ পর্যন্ত আর নির্বাচন হয়নি। বৃহত্তর এ ইউনিয়ন পরিষদকে তিন ভাগে বিভক্তকরণ এবং সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতে মামলা থাকায় নির্বাচন কমিশন এ ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে পারেনি। সম্প্রতি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ বৃহত্তর এ উথলী ইউনিয়ন পরিষদকে তিন ভাগে বিভক্তকরণের সমস্ত কাজ সম্পন্ন করেন।

উথলী ইউনিয়ন পরিষদকে বিভক্ত করার পর নবগঠিত তিনটি ইউনিয়ন পরিষদ হচ্ছে- উথলী, একতারপুর, শিয়ালমারী, সেনেরহুদা, মৃগমারী, সিংনগর, সন্তোষপুর ও রতিরামপুর গ্রাম নিয়ে উথলী ইউনিয়ন পরিষদ। মনোহরপুর, পিয়ারাতলা, কালা, ধোপাখালী, মাধবখালী, রাজাপুর ও মানিকপুর গ্রাম নিয়ে মনোহরপুর ইউনিয়ন পরিষদ। এছাড়া খয়েরহুদা, দেহাটি ও কাশীপুর গ্রাম নিয়ে কেডিকে ইউনিয়ন পরিষদ।