জীবননগরের উথলী আমতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ১০

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের জীবননগর উপজেলার উথলী আমতলা নামক স্থানে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রীবাহী বাস, ট্রাক ও আলমসাধুর মধ্যে ত্রিমুখি সংঘর্ষ হয়েছে। এতে আলমসাধুচালক দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের কাশেম আলীর ছেলে বকুল হোসেন (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকের মুখেই বলতে শোনা গেছে, এ ঘটনায় আরো ২ জন নিহত হয়েছে। কিন্তু রাত ৯টায় এ সংবাদ লেখা পর্যন্ত ওই দুজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। অপরদিকে এ দুর্ঘটনায় আরো ১০ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত স্থানের উভয় পাশে ব্যারিকেড দিয়ে সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে শতাধিক যানবাহন আটকা পড়ে। রাত ৮টায় জীবননগর থানা থেকে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস লাহিম এন্টারপ্রাইজ (কক্সবাজার-জ-১১-০০০৬) জীবননগর থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলো। বাসটি উথলী আমতলা নামক স্থানে পৌঁছিয়ে দর্শনার দিকে যাওয়া অপর একটি আলমসাধুকে সাইড দিতে গেলে বিপোরিত দিক থেকে আসা একটি ট্রাকের (লতিফ ট্রেডার্স, ঢাকা-মেট্রো-ট-১৬-৩১৮৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংর্ঘষে দ্রুতগামী ট্রাকটি আলমসাধুটিকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে আলমসাধুচালক দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের কাশেম আলীর ছেলে বকুল হোসেন (২৫) ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে যাত্রীবাহী বাসটি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদের ভেতর চলে যায়। এতে অন্তত ১০ জন বাসযাত্রী আহত হন। আহতদেরকে দর্শনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।