জীবননগরের উথলীতে সড়ক দুর্ঘটনায়নিহত ১ :আহত ১০

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের উথলীতে উথলী আমতলা নামক স্থানে পাউয়ারট্রলি উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। স্থানীয়রা আহতদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের কয়েকজন গরুব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার শিয়ালমারী পশুহাট থেকে গরু কিনে সন্ধ্যা ৭টার দিকে পাউয়ারট্রলিযোগে বাড়ি ফিরছিলেন। তারা উথলী আমতলা নামক স্থানে পৌঁছুলে পাউয়ারট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এ ঘটনায় পাউয়ারট্রলির চালক ছোট বলদিয়া গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে কালাম হোসেন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রলিতে থাকা একই গ্রামের আব্দুল হাকিম (৩৬), আব্দুর রব (৪৩), মইনোদ্দিন (৪৫), আব্দুস সামাদ (৩০), হামিদুল ইসলাম (৩০) ও হানিফসহ (২৪) ১০ জন গুরুতর আহত হন। আহতদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।