জীবননগরের আলোচিত মাদকব্যবসায়ী শাকিলকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি পুলিশ

জীবননগর ব্যুরো: জীবননগর শহরের আলোচিত মাদকব্যবসায়ী শাকিলকে (২৯) গ্রেফতার করা হয়েছে। একজন জেলা প্রশাসকের স্ত্রী প্রাইভেটকার ড্রাইভারকে হত্যার পর ছিনতাই সংক্রান্ত অভিযোগে ডিএমপির ডিবি পুলিশ জীবননগর পুলিশের সহযোগিতায় গত শুক্রবার দুপুরে জীবননগর থেকে তাক গ্রেফতার করে। ছিনতাই হওয়া প্রাইভেটকারটি যশোরে নিয়ে গেলে সেখান থেকে পুলিশ বেশ কয়েক দিন পূর্বে সেটি আটক করেছিলো। ঢাকা থেকে আসা শাদা পোশাকে ডিবি পুলিশের একটি টিম গ্রেফতার করে ওই দিনই ঢাকার উদ্দেশে রওনা হয়। তবে এর বেশি তথ্য পাওয়া যায়নি।
জীবননগর হাসপাতালপাড়ার হাবিবুর রহমানের ছেলে শাকিল একজন আলোচিত মাদকব্যবসায়ী। তার সাথে বড় বড় মাদক ব্যবসায়ীদেরও সখ্য রয়েছে। বেশ কিছুদিন ধরে শাকিল একটি শাদা প্রাইভেটকার মাদক ব্যবসার কাজে ব্যবহার করে আসছিলো। এ প্রাইভেটকারটি কয়েক দিন যশোরে নিয়ে গেলে পুলিশ সেটি আটক করে। বিভিন্ন সূত্রে জানা যায় প্রাইভেটকারটি একজন জেলা প্রশাসকের স্ত্রীর। ড্রাইভারকে হত্যা করে এটি ছিনতাই করা হয়েছিলো। প্রথমে এ প্রাইভেটকারটি জীবননগর কাশিপুরের আলোচিত অভি সরকার কিনেছেলো। পরে তার নিকট থেকে কেনেন শাকিল। এ অবস্থায় গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শাদা পোশাকে আসা ডিবি পুলিশের একটি দল শাকিলদের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর মুহূর্তের মধ্যে শহরে ছড়িয়ে পড়ে। তাকে কোন থানার পুলিশ গ্রেফতার করেছে তা জানতে এলাকার কৌতূহলীরা বিভিন্নভাবে খোঁজখবর নিতে থাকেন। জীবননগর থানা ও যশোর পুলিশের সাথে যোগাযোগ করা হলেও প্রকৃত তথ্য দিতে পারেনি।