জীবননগরের আন্দুলবাড়িয়ায় ছেয়ে গেছে ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার বিলবোর্ড : ছবি ছিঁড়ে দেয়ার অভিযোগ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মির্জা লিটনের ঈদ শুভেচ্ছার পোস্টারে থাকা ছবি কেটে ছিঁড়ে বিকৃত করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মির্জা লিটন এ অভিযোগ করে বলেছেন, গত রোববার রাতে আন্দুলবাড়িয়া খাপাড়া মোড়ে বিলবোর্ডটিতে কে বা কারা প্রতিহিংসামূলকভাবে তার ও নেতার ছবি ধারালো কিছু দিয়ে কেটে বিকৃত করে দেয়া হয়েছে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীগণ নিজ নিজ পছন্দের নেতা ও নেত্রীর সাথে ছবিসহ পোস্টার ও বিলবোর্ড টানিয়ে এলাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এলাকা বিলবোর্ডে ছেয়ে গেছে। স্থানীয় অনেকে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইতঃপূর্বে এতো বিলবোর্ড তারা কখনো দেখেননি। গতকাল সোমবার পর্যন্ত যাদের পোস্টার ও বিলবোর্ড চোখে পড়েছে তাদের মধ্যে ইউনিয়ন যুবলীগ সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, ছাত্রলীগ নেতা শামসুজোহার পোস্টার বিলবোর্ডে রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির ছবি। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, যুবলীগ নেতা শেখ আশরাফুজ্জামান টিপু, যুবলীগ নেতা মোল্লা টুটুল, ফরিদ হোসেনের পোস্টার ও বিলবোর্ডে রয়েছে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ দসস্য হাজি আলী আজগার টগরের ছবি। এছাড়া বিএনপি সমর্থিত খান ব্রিকসের পক্ষ থেকে আজিম খান। প্রতিদিন গ্রামে গ্রামে চলছে প্রার্থীগণের দোয়া ও কুশল বিনিময়। এরই মধ্যে এক পক্ষের বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ নিয়ে উত্তেজনা দানা বেধেছে।