জীবননগরের আন্দুলবাড়িয়া-শাহাপুর সড়কে মাইক্রো-বাইসাইকেল মুখোমুখি সংর্ঘষ : আহত ৪

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া-শাহাপুর সড়কে মাইক্রো-বাইসাইকেল মুখোমুখি সংর্ঘষে ৪ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কর্চ্চাডাঙ্গা জোলপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত বাইসাইকেল চালককে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মাইক্রোচালক রাজিব হোসেন গতকাল কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর গ্রাম থেকে বর ও নববধূ নিয়ে আন্দুলবাড়িয়া সড়ক দিয়ে কার্পাসডাঙ্গা গ্রামের উদ্দেশে যাচ্ছিলো। অপরদিকে আন্দুলবাড়িয়া মীরপাড়ার তোরাপ আলী শেখের ছেলে তরিকুল ইসলাম লাভলু (৩০) বাইসাইকেলযোগে ডিম নিয়ে শাহাপুর বাজারে যাওয়ার সময় কর্চ্চাডাঙ্গা জোলপাড়ায় পৌঁছুলে মাইক্রো-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংর্ঘষে বাইসাইকেলটি দুমড়েমুচড়ে যায় ও চালক তরিকুল ইসলাম, পথচারী কর্চ্চাডাঙ্গা জোলপাড়ার আলাউদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুন (৩২), তার মেয়ে নুপুর (৭) ও সাড়ে ৩ বছর বয়সের ছেলে হাসানুজ্জামান রক্তাক্ত আহত হয়। উপস্থিত জনতা মাইক্রোটি আটক করে। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎকের নিকট নিয়ে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত বাইসাইকেলচালক তরিকুল ইসলামের মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। বুকে ও পিঠে আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাইক্রো মালিক ও আহতদের নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ সালিস সভা করছিলেন।