জীবনগর রায়পুরে গ্রাম প্রতিরক্ষা দলের কার্যক্রমের উদ্বোধন

 

 

পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা

জীবননগর ব্যুরো: হিন্দু-খ্রিস্টান ও মুসলিম ভাই ভাই, জাতিগত কোনো বিভেদ নাই এ স্লোগানকে সামনে রেখে এবং গুপ্তহত্যা দমনে জীবনগর উপজেলার রায়পুর গ্রামে গ্রামপ্রতিরক্ষা দলের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশীদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের হাতে লাঠি ও বাঁশি তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য বৃষ্টিতে ভিজে, প্রচণ্ড শীত ও গরমের মধ্যেও নিজেদের জীবনকে বাজি রেখে দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে যারা গুপ্তহত্যা করছে, তাদেরকে ধরে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধ পরিকর। এ জন্য তিনি পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গত ৩ মাস থেকে কিছু নরপশু সারাদেশে নিরীহ মানুষকে হত্যা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব নরপশু আর যেন একটি মানুষ কেউ হত্যা করতে না পারে এজন্য প্রতিটি গ্রামে গ্রামপ্রতিরক্ষা দল গঠন করা হচ্ছে। তাদের হাতে লাঠি ও বাঁশি তুলে দেয়া হচ্ছে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য কোনো অপরিচিত লোক এলাকায় এলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার জন্য তিনি গ্রামপ্রতিরক্ষা দলের সদস্যদেরকে আহ্বান জানান এবং এ সময় তিনি সন্ত্রাসীদেরকে ধরতে গ্রামপ্রতিরক্ষা দলের সদস্যদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

রায়পুর ইউপি চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে গ্রামপ্রতিরক্ষা দলের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির, ইউপি সদস্য মো. শুকুর আলী, আব্দুল মালেক, মো. মশিউর রহমান প্রমুখ।