জিয়ার মাজারে দু নেত্রীর চুলোচুলি

 

স্টাফ রিপোর্টার: টেলিভিশনে চেহারা দেখাতে ক্যামেরার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে সাবেকসংসদ সদস্য (এমপি) নিলোফার চৌধুরী মনির সাথে ছাত্রদলের সহসাংগঠনিকসম্পাদক নাসিমা আক্তার কেয়ার ধস্তাধস্তি ও চুলোচুলির ঘটনা ঘটেছে।জিয়াউররহমানের মাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবগঠিত মহানগর বিএনপির শ্রদ্ধানিবেদনের সময় এ ঘটনা ঘটে। এই চুলোচুলির সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহবুলুসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিলোফার চৌধুরী মনি এব্যাপারে বলেন, বেয়াদবরা বেয়াদবি করবে এটা আর কী ঘটনা। আসলে এদের শর্টকাটউত্থান তো, তাই এরা অন্যকে সম্মান দিতে জানে না। তারা চেইন অব কমান্ডওমানে না। মনি অভিযোগ করেন, আমি মাজারের পাশে দাঁড়িয়ে ছিলাম। এ অবস্থায়পেছন থেকে ওই মেয়েটি আমাকে ধাক্কাতে থাকে। আমি ধমক দিলে সেও প্রতিউত্তরকরে। বকা দিতে থাকে। অবশ্য আমিও তাকে বকা দিয়েছি। ধমক দিয়েছি। পরে রাগসামলাতে না পেরে চড়ও মেরেছি। এ বিষয়ে ছাত্রদল নেত্রী নাসিমা আক্তার কেয়াবলেন, উনি সাবেক এমপি। সবসময়ই আমাদের সাথে এমন ব্যবহার করেন।