জিপিএ-৫ না পাওয়ায় ও ফেল করায় তিন শিক্ষার্থীর আত্মহত্যা

 

 

স্টাফ রিপোর্টার: এইচএসসিপরীক্ষায় কাঙ্ক্ষিত  ফলাফল না পেয়ে রাজধানীর বাড্ডায় আত্মহত্যা করেছেমোহাম্মদ মেহেদি নামের এক শিক্ষার্থী। গতকালবুধবার এইচএসসি’র ফলাফল প্রকাশের পরবিকেল সাড়ে ৩টায় দক্ষিণ বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেদির পিতা রফিকুলইসলাম জানান, মেহেদি মালিবাগ বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলো।সে খুবই মেধাবী ছাত্র ছিলো। জিপিএ-৫ পাওয়ার আশা ছিলো তার। কিন্তু আশানুরূপফল না পেয়ে সিলিংফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।জানা গেছে, মেহেদি তার পরিবারের সাথে বাড্ডার ৭৩/এফ নম্বর বাড়িতে বসবাস করতো।

এদিকেজিপিএ-৫ না পেয়ে পটুয়াখালীর দুমকি এলাকার শ্রীরামপুর গ্রামের আরেকশিক্ষার্থী তানিয়া মনের দুঃখে আত্মহত্যা করেছে। ফলাফলে দেখা যায়, তানিয়া৪.৬০ এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া নাটোর জেলার গুরুদাসপুর এলাকায়এইচএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে শারমিন ডিনা (১৮) নামের একছাত্রী। সে এবছর বিল চলন শহীদ শামসুজ্জোহা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।