জার্মান উদযাপনে ক্ষতি বিশ্বকাপ ট্রফির!

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরে বার্লিনে বিরাট একউৎসবই করে জার্মান দল। তখনই কোনো এক সময় ট্রফিটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেজানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি উলফগাং নিয়েরসবাখ জানান, উদযাপনেরসময় ট্রফি থেকে একটা টুকরো খসে পড়ে। তবে কার দোষে এমনটা হয়েছে তা জানাযায়নি।ট্রফিটার ক্ষতি কে করেছে তা আমরা তদন্ত করে বের করার চেষ্টাকরেছিলাম। কিন্তু তদন্তে কোনো ফল পাওয়া যায়নি।ট্রফিটি মেরামত করা হবে বলেওতিনি জানান।দুশ্চিন্তা করার দরকার নেই,আমাদের কিছু বিশেষজ্ঞ আছেন যারাট্রফিটি মেরামত করতে পারবেন।তবে ফিফার এ নিয়ে চিন্তা না করলেও চলবে।ব্রাজিলে মাথার ওপর তুলে ধরা ট্রফিটি কিন্তু জার্মানিতে পাঠায়নি তারা। ছয় কেজিরওবেশি সোনায় তৈরি ট্রফিটি নিরাপদ জায়গায় সুরক্ষিতই আছে। জার্মানিতে খেলোয়াড়রা উদযাপনকরেছেন রেপ্লিকাট্রফি দিয়েই।