জামাই-শ্বশুরের বিরোধ ॥ ঢাকা থেকে চুয়াডাঙ্গায় এসেই গ্রেফতার শ্বশুর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মামলায় হাজিরা দিতে এসে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাস্তা থেকেই গ্রেফতার হয়েছেন ঢাকা জুরাইন ঋষিপাড়ার বাসিন্দা জাহিদ হাসান (৪৮)। আলমডাঙ্গা জামজামির ঘোষবিলা গ্রামের শামসুজ্জামান লেমনের সাথে তার বিরোধ। এরা সম্পর্কে জামাই-শ্বশুর।
লেমনের অভিযোগ শ্বশুর আমার সরলতার সুযোগে টাকা মেরেছে। শ্বশুর জাহিদ হাসানের অভিযোগ, সুযোগ বুঝে জামাই হয়ে ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন একের পর এক মামলা করে আমাকে ফাঁসাচ্ছে। পুলিশ বলেছে, জাহিদ হাসানের বিরুদ্ধে কমপক্ষে ৮টি মামলা হয়েছে। তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা কলেজ মোড়ের একটি ফটোস্ট্যাটের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়। ওই দোকানে সন্দেহভাজন হিসেবে বহু মামলার কাগজপত্র ফটোকপি করছে দেখে গ্রেফতার করা হয়। তবে অপর একসূত্র বলেছে, পুলিশ পূর্ব থেকেই জানতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জাহিদ ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসছে। সুযোগ বুঝে তাকে গ্রেফতার করা হয়েছে।