জামাইয়ের ৪ লক্ষাধিক টাকা খোয়ালেন শ্বশুর!

ব্যাংকে জমা দিতে গিয়ে বিপত্তি : কৌশলে টাকা হাতিয়ে নিয়ে চম্পট প্রতারক

মেহেরপুর অফিস: মেহেরপুর সোনালী ব্যাংকে টাকা জামা দিতে গিয়ে জামাইয়ের ৪ লক্ষাধিক টাকা খোয়ালেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সোনালী ব্যাংক লিঃ, মেহেরপুর প্রধান শাখায়। তবে সিসি ক্যামেরার ফুটেজে ঘটনাটি ধরা না পড়ায় বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে।

জানা যায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের সোনা মণ্ডলের ছেলে আব্দুস সালাম প্রবাসী জামাইয়ে হিসেবে টাকা জমা দিতে মেহেরপুর সোনালী ব্যাংক লিঃ এর প্রধান শাখায় যান। তিনি দাবি করেন- ব্যাংক ম্যানেজারের কক্ষের বাইরের চেয়ার-টেবিলে  বসে জমা স্লিপে টাকা লেখার সময় অচেনা এক ব্যাক্তি তার টাকা নিচে পড়ে গেছে বলে জানান। তিনি নীচে টাকা তুলতে গেলে প্রতারক টেবিলের উপরে থাকা ৪ লাখ ২০ হাজার টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে।

ব্যাংকের ব্যবস্থাপক রশিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ব্যাংকের গেট মেরে দিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। তবে ধারণকৃত ফুটেজ এ ধরনের কোনো ঘটনা ধরা পড়েনি। বিষয়টি সাজানো নাটক কি-না তা খতিয়ে দেখা দরকার। এদিকে গতরাত ১২ টায় মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার এএসআই বাশার জানান, এ ঘটনায় থানায় কেউ সাধারণ ডায়েরি করেননি।