জানিনা কখন কে গুম হবে : এরশাদ

 

স্টাফ রিপোর্টার: সাবেকরাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সবারমনে এখন শুধু আশঙ্কা ও ভয়। কারও মনে কোনো শান্তি নেই। জানি না কখন কে গুমহবে। গত বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিকসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ আরও বলেন, আমিপত্রিকা পড়ে জেনেছি গত চার মাসে ৫৩ জন গুম হয়েছে। গত বুধবার আরও সাতটি লাশউদ্ধার হয়েছে। জানি না এরপর আর কে গুম হবে। কার লাশ পাওয়া যাবে, কারটাপাওয়া যাবে না। সরকারের এক মন্ত্রী বলেন, গুম-খুনের সীমা ছাড়িয়ে যাচ্ছে।আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনাদের সীমা কোথায়, সীমাহীন?জাতীয় পার্টিরচেয়ারম্যান শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েবলেন, শ্রমিকরা ভালো নেই। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। হাজার হাজার শ্রমিকবেকার হয়ে যাচ্ছে।

সাবেক এ রাষ্ট্রপতি খাদ্যে ভেজাল রোধে কঠোর আইন করারজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজ খাদ্যে বিষ। মাছ, পেঁপে, কলা, তরমুজে বিষ। ৩০ শতাংশ ফলে বিষ। ৪০ শতাংশ খাবারে ভেজাল। আমরা বাঁচবো কী করে?প্রধানমন্ত্রীকে বলবো, এমন শাস্তির বিধান করুন যাতে ওরা আর ভেজাল খাবারেরব্যবসা করতে না পারে।

সমাবেশে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে এরশাদবলেন, আমার মন খারাপ। অনেক কিছু বলার ছিলো বলতে পারছি না। তোমরা আমার মনেরকথা বুঝে নিও। রাস্তায় বেরিয়ে পড়েছি। দলকে এগিয়ে নিতে হবে। সংগঠিত করতেহবে। জাতীয় পার্টি আবার সরকার গঠন করবে।জাতীয় শ্রমিক পার্টির সভাপতিশাহ আলম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন-জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রমপ্রতিমন্ত্রীমুজিবুল হক চুন্নু, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সাবেক মন্ত্রীজিএম কাদের, কাজী ফিরোজ রশিদ, এসএম ফয়সল চিশতী, সাইদুর রহমান টেপা, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, নুরুল ইসলাম নুরু, শ্রমিক পার্টিরসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদকমোবারক হোসেন আজাদ, মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আক্তার, ছাত্রসমাজের আহ্বায়ক সৈয়দ ইফতেখার আহসান।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেন, জাতীয়পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। পাড়ায়-মহল্লায়, গ্রামগঞ্জেপার্টিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে হবে। দল শক্তিশালী হলে জাতীয় পার্টিআগামীতে রাষ্ট্রক্ষমতায় যাবে।