জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের স্নাতকোত্তর শেষ পর্ব পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। ফলাফলে দেখা যায়, সারাদেশে মোট ১০১টি কলেজের ১ লাখ ৯ হাজার ৮৬৬ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেন মোট ১ লাখ ৩ হাজার ৪৬৯ জন। গড় পাসের হার ৯৩ দশমিক ৮১ ভাগ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.edu.bd Aev www.nubd.info) পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। এছাড়া যেকোনো মোবাইলফোন থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> mf <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল জানা যাবে।