জাতীয় আদিবাসী চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা ওয়ার্কার্সপার্টির দলীয় কার্যালয়ে এক মতবিনিময়সভার আয়োজন করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রবিন মণ্ডল বাগদিকে আহ্বায়ক এবং সূর্য বিশ্বাস ও শঙ্কর মণ্ডলকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিন্দ্রনাথ বাগদি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্রনাথ সরেন। বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্সপার্টি সভাপতি কমরেড সিরাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন, যুবমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ পহাতো, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক পাহান, ওয়ার্কার্সপার্টির জেলা কমরেড জামাত আলী, ওয়াদে আলী প্রমুখ। আদিবাসীদের আদিবাসী হিসেবে সংবিধানিক স্বীকৃতিসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় আদিবাসী পরিষদ চুয়াডাঙ্গা কমিটি গঠন করা হয়।