জাটকা মাছ বিক্রির দায়ে আড়ৎদারের জরিমানা : মাছ গেলো এতিমখানায়

চুয়াডাঙ্গা মাছের আড়ৎপট্টিতে মৎস্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত
 
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেল স্টেশনের অদূরবর্তী মাছের আড়ৎপট্টিতে মেসার্স সুরুজ ফিস সাপ্লাইয়ে জাটকা মাছ বিক্রির দায়ে আড়ৎদার জহিরউদ্দীন সুরুজকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ সহকারী মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানসহ একদল পুলিশ।
সূত্র বলেছে, জাটকা মাছ ধরা এবং বিক্রি আইনত দ-নীয় অপরাধ। চুয়াডাঙ্গার মাছের আড়তে জাটকা মাছ বিক্রি হচ্ছে কি-না তা দেখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জহিরউদ্দীন সুরুজের মেসার্স সুরুজ ফিস সাপ্লাইয়ে জাটকা মাছ বিক্রি হচ্ছে দেখে ভ্রাম্যমাণ আদালতের আদেশে আনুমানিক ৩০ কেজি মাছ বাজেয়াপ্ত করা হয়। জরিমানা করা হয় ২ হাজার টাকা। বাজেয়াপ্ত ওই মাছ পরে অবশ্য আদালতের আদেশেই এতিমখানা তথা চুয়াডাঙ্গার সরকারি শিশু পরিবারের সদস্যদের জন্য দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত জাটকা মাছ আমদানি ও বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের পুনঃপুনঃ সতর্ক করে দেন।