জর্ডানকে হারালো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে গতকাল বুধবার জর্ডানকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের হয়ে ৬৯ মিনিটে একমাত্র গোলটি করেন সানজিদা আক্তার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বিকেল পাঁচটায় এ ম্যচটি শুরু হয়। দিনের দ্বিতীয় ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। খেলার প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। ফলে প্রথমার্ধে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। এরপর বিরতি থেকে ফিরে আবারও আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শুরু করে দুই দল। ম্যাচের ৪৮ মিনিটে গোল করার সুযোগ এসেছিলো সফরকারীদের। কিন্তু বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি জর্ডানের মেয়েরা। ম্যাচের ৬৯তম মিনিটে বাংলাদেশের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন সানজিদা। বাংলাদেশের  লিপি আক্তারকে জর্ডানের এক খেলোয়াড় নিজেদের ডি বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর তা থেকে গোল আদায় করে নিতে কষ্ট হয়নি ৭ নং জার্সি পরিহিতা সানজিদার। সানজিদার দেয়া গোলেই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। আর এতে জয় তুলে নেয় স্বাগতিকরা। ফিফা ৱ্যাঙ্কিঙে জর্ডানের অবস্থান ৫৭। সেখানে বাংলাদেশ আছে ১১৭ নম্বরে। শক্তিমত্তা আর অভিজ্ঞতার বিচারে জর্ডানের চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে সবশেষ ম্যাচে ৬-০ গোলে হেরেছিলো বাংলাদেশ। ম্যাচের আগে বাংলাদেশ মেয়েদের অনূর্ধ্ব-১৬ দলের কোচ গোলাম রব্বানী বলেছিলেন, চেষ্টা থাকবে কম গোল খাওয়ার। অর্থাৎ কোচের ভাবনায় জয় নয়, ভালো খেলাই ছিলো মূল লক্ষ্য। শক্তিমত্তার বিচারে কোচের এমন ভাবনা মোটেও অমূলক ছিলো না। কিন্তু জর্ডানের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়লো ‘লেডি টাইগাররা’।