জরুরি অবস্থা জারি করে সমাধান সম্ভব নয় : এরশাদ

স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে রাজনৈতিক সহিংসতায় প্রতিদিন মানুষ পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। নারী-শিশুরাও রক্ষা পাচ্ছে না। নাশকতা চলছে, দেশের আমদানী রফতানি প্রায় বন্ধ। অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। দেশ স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার রংপুরে ৩ দিনে সফরে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন। এ অবস্থার জন্য দুটি রাজনৈতিক দলই দায়ী। এ ধ্বংসের হাত থেকে দেশ ও মানুষ বাঁচাতে দু দলকেই সমাধানের পথে আসতে হবে। তা না হলে দেশে কি হবে তা অনিশ্চিত। এ অবস্থা চলতে দেয়া যায় না। আমি মনে করি না যে জরুরি অবস্থা জারি করে এর সমাধান সম্ভব। তিনি ক্ষোভের সাথে বলেন, আমাকে কারাগারে নেয়ার পর শুরু হয় প্রতিহিংসার রাজনীতি। যার শিকার এখন দেশবাসী। বিএনপি-জামায়াতের নিবন্ধন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, যারা বলছেন এটি করলে সব সমস্যার সমাধান হবে। তা ঠিক নয়। নিবন্ধন বাতিল হলে কি ওই সব দল নিশ্চিহ্ন হয়ে যাবে।