জন্ম নিবন্ধন প্রায় ১৭ কোটির

স্টাফ রিপোর্টার: চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের জন্ম নিবন্ধন হয়েছে বলে সংসদে জানানো হয়েছে। গতকাল রোববার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের আওতায় গত সেপ্টেম্বর পর্যন্ত সনাতন পদ্ধতিতে হাতে লিখে ও অনলাইনে মোট ১৬ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৩১২ জনের জন্ম নিবন্ধন করা হয়েছে। এ সময় পর্যন্ত মোট ১১ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ৭৪ জনের জন্ম নিবন্ধন তথ্য কম্পিউটারাইজড হয়েছে বলে জানান তিনি। ২০১১ সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার।