জনযুদ্ধর শীর্ষ নেতা পরিচয়ে দাবিকৃত চাঁদা আদায়ের সময়হাতেনাতে আটক দু যুবক : অভিভাবকের জিম্মায় মুক্তি

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জনযুদ্ধর শীর্ষ নেতা পরিচয়ে চাঁদার টাকা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়েছে দু যুবক। গত শনিবার সকালে দু চাঁদাবাজকে নিধিকুণ্ডু বিলপাড়ের জনতা তাড়িয়ে ধরে গণধোলাই দেয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে শহিদ ও লাল মোহম্মদের ছেলে মনিরুল সম্প্রতি আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকুণ্ড বিলমালিক জালাল খান ও বাসুদেব হালদারের নিকট জনযুদ্ধর বিভাগীয় নেতা পরিচয় দিয়ে মোবাইলফোনে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। টাকা না দিলে খুন, গুম, অপহরণ করার হুমকি দিয়ে আসছিলো তারা। হুমকির মুখে নিরুপায় হয়ে বিলমালিক টাকা দিতে স্বীকার করেন। গতশনিবার সকালে বিলপাড়ে চাঁদার টাকা নিতে আসে এলাকার চিহ্নিত ওই দু যুবক। স্থানীয় জনতা টের পেয়ে তাদেরকে পাকড়াও করে গণধোলাই দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়। সূত্র জানায়, জীবননগরের বিভিন্ন পল্লিতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ও জনযুদ্ধর নামে মোবাইলফোনে নীরব চাঁদাবাজি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।