ছেড়ে দিয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার বাড়ি থেকে বের হওয়ার পরপরই শমসরে মবিনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌঁনে ৭টা পর্যন্ত খালেদা জিয়ার সাথে তার বাড়িতে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শমসের মবিন চৌধুরী ও খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রবার্ট গিবসন চলে যান। এরপর খালেদা জিয়ার বাড়ি থেকে বের হন শমসের মবিন চৌধুরী। বৈঠক সম্পর্কে তিনি ব্রিফিং করবেন বলে সাংবাদিকেরা সেখানে অপেক্ষায় ছিলেন। কিন্তু বের হওয়ার পরেই ডিবি পুলিশ তাকে আটক করে।
পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান জানান, শমসের মবিন চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে বিরোধীদলের কর্মসূচি ঘোষণার পরেই বিএনপির সহসভাপতি হাফিজ উদ্দিন আহম্মদকে আটক করে ডিবি।