ছিনতাইকারীদের হামলায় দু গরুব্যবসায়ী আহত মুজিবনগর সীমান্তে ১২টি গরু ছিনতাই

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার পূরন্দরপুর গ্রামের মাঠ দিয়ে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করার সময় ১২টি গরু ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওই সময় ছিনতাইকারীদের হামলায় দু গরুব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের একজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কলিমউদ্দিন জানান, গতকাল রোববার ভোরের দিকে মুজিবনগর উপজেলার পূরন্দরপুর গ্রামের মাঠ দিয়ে ভারত থেকে বেশ কিছু গরু নিয়ে আসছিলেন মেহেরপুরের বিভিন্ন অঞ্চলের ১৫/২০ জন গরুব্যবসায়ী। গরুগুলো করিডোর করতে উপজেলার দারিয়াপুর বিজিবি ক্যাম্পে নেয়ার পথে একদল অস্ত্রধারী ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। ওই সময় কেউ কেউ পালিয়ে গেলেও পূরন্দরপুর গ্রামের করিম দফাদারের ছেলে কলিমউদ্দিন (৪৪) ও সদর উপজেলার ইছাখালী গ্রামের মিলন (৩৭) ছিনতাইকারীদের হামলায় আহত হন। ছিনতাইকারীরা ১২টি গরু নিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত কলিমউদ্দিনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মিলনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।