ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের ২৮তম সম্মেলনে কে হচ্ছেন পরবর্তী কাণ্ডারি-এমন কৌতূহল সংগঠনের কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এ ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে দেশের অন্য ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলোর মধ্যেও আগ্রহের শেষ নেই। কে হবেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তা জানতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত। আজ সকাল ১০টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসবে ছাত্রলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিল। তিন হাজার কাউন্সিলর তাদের মূল্যবান ভোট দিয়ে আগামী নেতৃত্ব নির্বাচিত করবেন। সভাপতিপদে ৬৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪২ জনের মনোনয়নপত্র বৈধ বলে নিশ্চিত করেছেন সংগঠনের দফতর সম্পাদক ও নির্বাচন কমিশনার শেখ রাসেল। ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক দফা বৈঠক করেও প্যানেল নির্ধারণ করতে পারেননি সাবেক ছাত্রনেতারা। সভাপতি পদে আলোচনায় এগিয়ে আছে ফরিদপুর অঞ্চলের প্রার্থী হিসেবে মাদারীপুর জেলার সাইফুর রহমান সোহাগ। সোহাগ বিদায়ী কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে আছেন সিলেট বিভাগের মৌলভীবাজারের জাকির হোসেন। জাকির বর্তমান কমিটির সহসম্পাদক। এছাড়া আলোচনায় আছেন ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের শাহিদুল ইসলাম শাহেদ, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ বাপ্পী, কেন্দ্রীয় সহসম্পাদক বরিশাল বিভাগের আসাদুজ্জামান নাদিম।