চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৫ বিএনপি ১টিতে বিজয়ী

Runnu AMINUL ISLAM ROKON LOtfer Montu NOZRUL CH NuRU 4

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৬ ইউনিয়নে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল ২৩ এপ্রিল নজিরবিহীন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনে তারা এ বিজয় লাভ করেছেন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। ভোট নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

খাসকররা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৪৯৫৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান রুন্নু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী তাফসির আহমেদ লাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৫১২ ভোট।

জামজামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৬৪২৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৪৪০৪ ভোট।

বেলগাছিতে নৌকা প্রতীকে ৪৪৫৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম মন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী এসএম গোলাম সরোয়ার আনারস প্রতীকে পেয়েছেন ৪৩২০ ভোট।

ডাউকিতে নৌকা প্রতীকে ৩৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আব্দুল জব্বার বাবলু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৮৯ ভোট।

কালিদাসপুরে নৌকা প্রতীকে ৫১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আহসান উল্লাহ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০২১ ভোট।

জেহালায় ধানের শীষ প্রতীকে ৫৪০১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম রোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাসান উজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬১০ ভোট।

এছাড়া জেহালা ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে- মাইক প্রতীকে ২৭৯০ ভোট পেয়ে মুসলিমা খাতুন, মাইক প্রতীকে ২৩৮৬ ভোট পেয়ে সেলিনা খাতুন ও বকপাখি প্রতীকে ১৫৬৫ ভোট পেয়ে মনোয়ারা খাতুন।

বেলগাছি ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাইক প্রতীকে ১৬৭৯ ভোট পেয়ে নাসিমা খাতুন, ২ নং ওয়ার্ডের প্রার্থী পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ও মাইক প্রতীকে ১৩০১ ভোট পেয়ে ময়না খাতুন।

জামজামি ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে বকপাখি প্রতীকে ১৪৫৯ ভোট পেয়ে আফরোজা খাতুন, বকপাখি প্রতীকে ১৭৮৯ ভোট পেয়ে রাজিয়া খাতুন ও মাইক প্রতীকে ১৭৬১ ভোট পেয়ে নয়ন তারা।

খাসকররা ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে বকপাখি প্রতীকে ১৮৭৩ ভোট পেয়ে নাজমা খাতুন, বক প্রতীকে ১৬৮৯ ভোট পেয়ে চম্পা খাতুন ও তালগাছ প্রতীকে ৩২৫৩ ভোট পেয়ে সাবানা খাতুন।

কালিদাসপুর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে বই প্রতীকে ১৩৯৫ ভোট পেয়ে হাজেরা খাতুন, হেলিকপ্টার প্রতীকে ৩২৩৯ ভোট পেয়ে শ্যামলী খাতুন। ৩ নং ওয়ার্ডের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়েছেন।

ডাউকি ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে বক প্রতীকে ২৪২২ ভোট পেয়ে রাশিদা খাতুন, মাইক প্রতীকে ২৩১৩ ভোট পেয়ে নিলুফা খাতুন ও মাইক প্রতীকে ১৬২২ ভোট পেয়ে রাজিয়া খাতুন।

এছাড়া ডাউকি ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডে তালা প্রতীকে ৪৯৯ ভোটে নূর ইসলাম, ২ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৩৫৫ ভোটে আসাদুজ্জামান চাঁদ, ৩ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৬৮৭ ভোটে বদর উদ্দীন মালিথা, ৪ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৬৪২ ভোটে খেদ আলী, ৫ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৫৫৬ ভোটে রবিউল হক, ৬ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৩০৬ ভোটে সাইদ হাসান, ৭ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৯৬২ ভোট পেয়ে আরিফুল ইসলাম, ৮ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৩৯৪ ভোট পেয়ে আব্দুল গফুর ও ৯ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৪৫৬ ভোট পেয়ে ফকির চাঁদ মণ্ডল সদস্য নির্বাচিত হয়েছেন।

কালিদাসপুর ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডে মোরগ প্রতীকে ৮৭২ ভোটে নূর মঞ্জু , ২ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৮২৮ ভোটে আবু জাফর, ৩ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৬২০ ভোটে মাসুদ রানা, ৪ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৫৭৪ ভোটে আয়ুব আলী মণ্ডল, ৫ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ১১০৪ ভোটে মিজানুর রহমান, ৬ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ২৪৫ ভোটে জয়নাল মণ্ডল, ৭ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৭৭৫ ভোট পেয়ে আফিল উদ্দীন, ৮ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে হাসিবুল ইসলাম মণ্ডল ও ৯ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৬৬৫ ভোট পেয়ে হাসিবুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন।

খাসকররা ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৪৮৩ ভোটে লাল চাঁদ, ২ নং ওয়ার্ডে ক্রিকেট ব্যাট প্রতীকে ৯৭২ ভোটে গোলাম কুদ্দুস, ৩ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৯৪৯ ভোটে সাহাবুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৬৩৪ আসলাম উদ্দীন, ৫ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৪০৮ ভোটে মতিয়ার রহমান, ৬ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৪৭০ ভোটে ফরিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ১০১৩ ভোট পেয়ে আব্দুর রশীদ, ৮ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৮৩০ ভোট পেয়ে আশকার আলী ও ৯ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৯৬৮ ভোট পেয়ে আশরাফুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন।

জামজামি ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৬৩৫ ভোটে শুকুর আলী, ২ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৪৩১ ভোটে আসমান আলী, ৩ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৪২২ ভোটে নাসির উদ্দীন, ৪ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৮১৮ ভোটে মাহমুদ হক রজন আলী, ৫ নং ওয়ার্ডে পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আনিসুজ্জামান, ৬ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে ৩৭১ ভোটে খয়বার আলী, ৭ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৫৯৪ ভোট পেয়ে রেজাউল হক, ৮ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৮৯০ ভোট পেয়ে বাদশা মণ্ডল ও ৯ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৪৪৯ ভোট পেয়ে আব্দুস শুকুর সদস্য নির্বাচিত হয়েছেন।

বেলগাছি ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডে মোরগ প্রতীকে ৩১০ ভোটে আবু সাঈদ, ২ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৫৮৮ ভোটে ঠান্টু আলী, ৩ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৪৪৭ ভোটে বিপ্লব আলী, ৪ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৩৫৪ ভোটে মুক্তার হোসেন, ৫ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৩৯৭ ভোটে বাবুল হোসেন, ৬ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৩৬৩ ভোটে শফি উদ্দীন, ৭ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৩৮৬ ভোট পেয়ে রবিউল ইসলাম, ৮ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ২৮৬ ভোট পেয়ে মোমিনুর রহমান ও ৯ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৭৩৮ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সদস্য নির্বাচিত হয়েছেন।

জেহালা ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৪৫৪ মতিয়ার রহমান, ২ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৪৬৪ ভোটে নাসির উদ্দীন, ৩ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৪৯২ ভোটে ছানোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৬৩৩ ভোটে যোগেন্দ্র নাথ দোবে, ৫ নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭৪৪ ভোটে হাসিবুল হোসেন, ৬ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৩৭৫ ভোটে আব্দুল মজিদ, ৭ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৫৩৮ ভোট পেয়ে ওহিদ আলী, ৮ নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৪৭৬ ভোট পেয়ে আলমগীর কবীর ও ৯ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ৮৮২ ভোট পেয়ে আনারুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন।