চুয়াডাঙ্গড়ার পিরোজখালী গ্রামে বাড়ি ঢুকে অস্ত্রের মুখে নগদ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে একদল দুবৃত্ত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের পিরোজখালী গ্রামে সন্ধ্যা রাতে ৫-৬ জনের একদল অস্ত্রধারী পরস্ত্রীকে ধোকা দিয়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নিয়ে গেছে। গতরাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গ্রামের একাধীকসূত্র।

গ্রামসূত্রে জানা গেছে, পিরোজখালী ব্রিজের অদূরেই গ্রামের জিন্নাত আলীর ভাগ্নে দুলাল দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। গতকাল সন্ধ্যার পর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দুলাল যখন কয়েকজনকে সাথে নিয়ে বসে ছিলেন ব্রিজের নিকট। এ সময় ৫-৬ জনের একদল অস্ত্রধারী দুলালের বাড়িতে প্রবেশ করে। দুলালের স্ত্রী সোহাগীর নিকট টাকা চায়। বলে তোমার স্বামী আমাদের টাকা দিতে বলেছে। দুলালের স্ত্রী দ্বিধাদ্বন্দ্বে পড়তেই অনুপ্রবেশকারীরা ধারালো অস্ত্রের মুখে নগদ ৭ হাজার টাকা হাতিয়ে সটকে পড়ে। খবর পেয়ে দুলালসহ গ্রামের লোকজন প্রতারক ডাকাতদলের সন্ধানে খোঁজাখুজি শুরু করে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ত্রধারীদের তেমন কাউকেই স্থানীয়রা ধরতে পারেনি। দুলালের স্ত্রী বলেছেন, ওদের তেমন কাউকে চিনতেও পারিনি। তবে দেখলে চিনবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে আমাদের প্রতনিধি জানিয়েছেন, ডাকাতির খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ  তোজাম্মেল হক, ওসি অপারেশন অফিসার আমীর আব্বাস, সরোজগঞ্জ ক্যাম্পের এএসআই বেলাল হোসেন, এএসআই সাকের সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি তোজাম্মেল হক বলেন, পিরোজখালী গ্রামের দুলালের বাড়িতে কিছু অপরিচিত লোকজন এসে ছিলো। তারা দুলালের স্ত্রী সোহাগী খাতুনকে বিভিন্ন খারাপ প্রস্তাব দিয়ে ছিলো। সোহাগী খাতুন তা মেনে নিতে চাননি সেই অনুরাগে তার বাড়িতে হয়তো এসেছিলেন।

তবে সোহাগী খাতুন বলেন, অপরিচিত ৪ জন লোক আমার বাড়িতে ঢুকে বলে তোর স্বামী আমাদেরকে পাঠিয়েছে তোমার কাছে যত টাকা আছে সেই টাকাগুলো দিয়ে দাও। সোহাগী খাতুন টাকা দিতে রাজি হয় না। পরে ডাকাত দল ঘর তল্লাশি করে ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।